কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দ্রুতগামী মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ২ জন নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের হ্নীলা আলীখালী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ২ জন হলেন- হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক ও টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানা হয়েছে।
তিনি আরও বলেন, ‘হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে টেকনাফ থেকে আসা কক্সবাজারমুখী একটি মাছ বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়।’ নিহতরা ঘটনাস্থলেই মারা যান বলে জানান এ কর্মকর্তা।
ইখা