এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

    ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
    সংগৃহীত ছবি

    ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ধসে পড়েছে বাড়িঘর এবং নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। এছাড়া ব্যাপক পরিমাণে গাছ উপড়ে পড়ায় অনেক স্থানে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। এ অবস্থায় চলাচলের রাস্তা থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসস্তূপ সরিয়ে নিতে হাতি নামানো হয়েছে।

    মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দেশটিতে এমনই বিরল এক দৃশ্য দেখা যায়।

    ইন্দোনেশিয়ার বেসরকারি সংবাদমাধ্যম কমপাস টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা বিকেএসডিএ আচেহ প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সুমাত্রা দ্বীপে চারটি হাতি পাঠিয়েছে। মূলত ওই অঞ্চলে ভয়াবহ বন্যায় চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারী যন্ত্রাংশগুলো মাটিতে চাপা পড়েছে। এছাড়া বড় বড় গাছের গুঁড়ি বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। ফলে ওই অঞ্চলে ভারী যন্ত্রাংশ পাঠানোর সুযোগ না থাকায় হাতিগুলোকে কাজে লাগানো হচ্ছে।

    দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছেন আরও ১০ লাখ মানুষ। সম্প্রতি বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর এসব বাস্তুহারাদের উত্তর ও পশ্চিম সুমাত্রাসহ আচেহ অঞ্চলে স্থানান্তর করা হচ্ছে।

    এদিকে ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যার কারণে সহমর্মিতা প্রকাশ করেছে চীন। পাশাপাশি দেশটি ইন্দোনেশিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…