এইমাত্র
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
  • রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু
  • ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে লস বাঙ্কোসরা। এরপর চ্যাম্পিয়নস লিগে গত রাতে ম্যানচেস্টার সিটির কাছে ২–১ গোলে হেরে আরও একবার হতাশ করেছে জাবি আলোনসোর দল।

    মাঠের ফলাফলে মন খারাপ ছিলই, তার ওপর এল আরও বড় ধাক্কা। লা লিগার শৃঙ্খলা কমিটি রিয়ালের তিন ফুটবলারকে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে। শাস্তির তালিকায় আছেন আলভারো ক্যারেরাস, দানি কারভাহাল ও এনদ্রিক।

    স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, গত রোববার সেলতা ফিগোর বিপক্ষে ম্যাচ শেষে আচরণবিধি ভাঙার কারণেই এমন সিদ্ধান্ত। আরেকজন, ফ্রান গার্সিয়া, নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য।

    তবে এ নিষেধাজ্ঞা হবে হবে কেবল লা লিগায়। বার্নাব্যুতে সেই ম্যাচে গার্সিয়া, ক্যারেরাস এবং এনদ্রিক তিনজনই লাল কার্ড দেখেছিলেন।

    এনদ্রিক অবশ্য বেঞ্চ থেকেই সরাসরি লাল কার্ড পান। ম্যাচে না খেললেও টানেলে রেফারিদের অপমান করার অভিযোগ উঠেছে দানি কারভাহালের বিরুদ্ধে। ম্যাচটির দায়িত্বে ছিলেন রেফারি আলোহান্দ্রো কুইন্টেরো গঞ্জালেস। তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানানোয় শাস্তি পেয়েছেন ক্যারেরাস। এনদ্রিকও রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানান।

    মাঠের পারফরম্যান্সও রিয়ালের জন্য সুখস্মৃতি রাখছে না। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে গত আট ম্যাচে মাত্র দুই জয়। তিনটি করে ম্যাচে ড্র এবং হার। ১৬ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল এখন লা লিগার দ্বিতীয় স্থানে। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রিয়ালের পরের লিগ ম্যাচ আলাভেসের মাঠে, মেন্দিজোরোজা স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রোববার রাত ২টায়।

    চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বেও অবস্থান সুখকর নয় আলোনসোর দলের। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে সপ্তম স্থানে। সমান পয়েন্টে পিএসজি ও আতালান্তা থাকলেও গোল ব্যবধানে অবস্থান তিন ও পাঁচে। ম্যানচেস্টার সিটি ১৩ পয়েন্ট নিয়ে চারে। সবার ওপরেই রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনাল—১৮ পয়েন্টে। দুই নম্বরে বায়ার্ন মিউনিখ, তাদের পয়েন্ট ১৫।

    এদিকে গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদরে ড্রেসিংরুমের কর্তৃত্ব হারিয়েছেন কোচ জাবি আলোনসো। তার উপর গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত বাজে পারফরম্যান্স। সব মিলিয়ে এক বাজে অবস্থার মধ্য দিতে যেতে হচ্ছে তাকে।

    এমন পরিস্থিতিতে কেউ কেউ বলছেন, ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি ছিল আলোনসোর জন্য নির্নায়ক। আর এই ম্যাচে এক প্রকার বাজেভাবেই হেরেছে তার দল। এখন দেখার বিষয় এ হারের পর আলোনসোর চাকরি থাকে কি না!

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…