এইমাত্র
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
  • রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার স্ত্রীর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার নিয়ে বিতর্ক

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম
    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম

    লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার স্ত্রীর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার নিয়ে বিতর্ক

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম

    চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতার এক স্ত্রী পেলেন "শ্রেষ্ঠ অদম্য নারী" পুরস্কার। তার নাম শারমিন আক্তার।

    তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনের স্ত্রী।

    বুধবার (১০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। তার হাতে পুরষ্কার তোলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে একজন ফেইকবুকে লিখেছেন,"২০২৪ সালের আন্দোলনের রক্তের দাগ শুকানোর আগেই কিভাবে উপজেলা প্রশাসন থেকে ছাত্রলীগের সভাপতির স্ত্রী পুরষ্কার পায়?

    এখনো কি উপজেলা প্রশাসনে আওয়ামীলীগের দালালরা রয়ে গেছে???"

    জানা যায়, শারমিন আক্তার বেশ কয়েক বছর যাবত কাপড়চোপড়ে হ্যান্ড পেইন্টিং এর কাজ করে আসছেন। তাঁর স্বামী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

    শারমিন আক্তার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ উদযাপন উপলক্ষে "অদম্য নারী পুরস্কার" শীর্ষক কার্যক্রমের আওতায় "অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী" ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে "শ্রেষ্ঠ অদম্য নারী" মনোনীত হন। এছাড়া "শ্রেষ্ঠ জননী নারী" ক্যাটাগরিতে ইয়াছমিন আক্তার, "নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী" ক্যাটাগরিতে রিনা আক্তার এ পুরস্কার পান। গত বুধবার (১০ ডিসেম্বর) তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তোলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার বলেন, তিনি সাতকানিয়ার পাশাপাশি লোহাগাড়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। যাদের কাছ থেকে তথ্য নিয়েছেন ; তারা বিষয়টি গোপন করেছেন।

    লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের অজ্ঞাসারে ঘটেছে। যারা তথ্য দিয়েছেন তারা বিষয়টি হয়তো গোপন করেছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…