নির্বাচনী আচরনবিধি রক্ষায় লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার (১২ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে নেতাকর্মীদের নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
রেজাউল করিম লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী।
এসময় সকল পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
রেজাউল করিম বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা সবাই চাই। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। অর্থাৎ সবার জন্য সমান সুযোগ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সহনশীলতায় বিশ্বাস করি। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা তা পালন করছি।
আমরা পোষ্টার-বিলবোর্ড জনগনের উদ্দেশ্য লাগিয়েছি৷ আবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তা অপসারণ করছি।
এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম সুমন, জয়েন্ট সেক্রেটারী কাউছার হামিদ, লক্ষ্মীপুর পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম, মান্দারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
এফএস