যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত তানিসা ফুলবাড়ি গ্রামের মমিনুল ইসলাম তুষারের মেয়ে।
জানা গেছে, বিকেল ৪ টার দিকে তানিসা পিতা-মাতার সাথে যশোর শহর থেকে ইজিবাইকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলবাড়ি গ্রামের রাস্তার পাশে ইজিবাইক উল্টে যায়। এসময় ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিসা। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু তানিসাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথা ও মুখে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে।
এনআই