ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আবু বকর ছিদ্দিকী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় পটুয়াখালী–৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসাইন, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, দশমিনা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, গলাচিপা পৌর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. নাজমুল হুদ রিপন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গলাচিপা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, শ্রমিক আন্দোলন সভাপতি মো. ফোরকান গাজী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ও ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এক জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণ বিধি মেনে চলতে সকল দলকে উদ্ভুদ্ধ করা হচ্ছে। আমাদের নিয়মিত তদারকি চলছে।’
ইখা