ভোলার বোরহানউদ্দিনে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নুরনবী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন। মৃত নুরনবী ওই গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
নুরনবীর ভাই বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মাঠের কাছের একটি ডোবা থেকে সেচ দিয়ে মাছ ধরতে যান নুরনবী। সেখানে সেচ করার জন্য বৈদ্যুতিক মটর স্থাপন করে তাতে লাইন দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইখা