এইমাত্র
  • সমন্বয়ক রাফিকে শেষ করে দেওয়ার হুমকি ছাত্রলীগের সাবেক নেতা রব্বানীর
  • ছাদ ভেঙ্গে আহত বলিউড তারকা অর্জুন কাপুর
  • ‘টেসলা’র ধাক্কায় গুরুতর জখম অভিনেত্রী মেহের আফরোজ শাওন
  • 'পিনিক'র পোস্টারে খাঁচায় বন্দি চিত্রনায়িকা শবনম বুবলী
  • সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি
  • নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
  • ‘সংস্কারের নামে বিরাজনীতিকরণের দুরভিসন্ধি দেখতে চাই না’
  • কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
  • রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু
  • রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
  • আজ রবিবার, ৬ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ভৈরবে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২৭ এএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২৭ এএম

    ভৈরবে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২৭ এএম

    কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৫ জন। এছাড়া এই ঘটনায় ৫/৬ টি দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া যায়।

    শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভৈরব পৌর শহরের ৯নং ওয়ার্ড চন্ডিবের হাসপাতাল সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

    সংঘর্ষে আহতরা হলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির যুবদল নেতা ও সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৪২) , তার ছেলে রাতুল ( ২৭)। অপরদিকে সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আনার মিয়ার পক্ষের জসিম মিয়া (৩৫) । আহতদের মধ্য দুজনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, আজ শনিবার বেলা ১২ টার দিকে পৌর শহরের চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের আগমনকে কেন্দ্র করে চন্ডিবের এলাকার বিএনপির নেতাকর্মীরা লোকজন নিয়ে জড়ো হয়। এসময়ে ৯নং ওয়ার্ড বিএনপির যুবদল সভাপতি হাজী আক্তার মিয়ার পক্ষের লোকজন ও পৌর শহরের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলামের লোকজনের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে এক নেতাকে হাইব্রিড নেতা ডাকাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় যুবদল নেতা সফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা। পরবর্তীকে খবর পেয়ে থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

    আহত বিএনপির যুবদল নেতা সফিকুল ইসলামের শালি বিউটি বেগম বলেন, আমার দুলাভাই সকালের দিকে বিএনপির নেতা আলম সাহেবের অনুষ্ঠানে লোকজন নিয়ে যান। সেখানে যাওয়ার পর ওয়ার্ড যুবদল নেতা আক্তার মিয়া, আসাদ মিয়া ও তার লোকজন মারধোর করে। এসময় দা দিয়ে নাক মুখে কোপ দিয়ে গুরুতর আহত করেন। আমরা এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।

    স্থানীয় ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি নেতা হাজী মো. আক্তার মিয়া বলেন, কথাকাটা নিয়ে হঠাৎ করে সফিকুল ইসলামের লোকজনের সাথে আমাদের লোকজনের মধ্য জামেলা সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি বিএনপির নেতৃবৃন্দ এসে শেষ করে দেন। পরবর্তীতে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়।

    এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.রেজিনা পারভীন জানান, মারামারি ঘটনায় এই পর্যন্ত ৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্য ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…