ফরিদপুর-১ আসনের জামায়াত নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা বলেছেন, বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য বিগত পতিত স্বৈরাচার এমন কোনো কাজ বাকী নাই, যেটা করেনি। রাষ্ট্র থেকে একটি দলকে নিশ্চিহ্ন করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে দলের জাতীয় নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর চৌরাস্তা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সদর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মো. শাহাদাত হোসেন খোকন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্যা বলেন, জামায়াতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না, জামায়াতের প্রত্যেকটি লোক আলাদা আলাদা ব্যবসা ও চাকরি করে। উপার্জিত অর্থ থেকে আমরা একটা অংশ দলকে দিয়ে থাকি। এসময় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অধ্যাপক ইলিয়াস মোল্যা।
ইউনিয়ন শাখা জামায়াতের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী ও উপজেলা শাখার আমীর মাওলানা কামাল হোসাইন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর শাখার আমীর ওয়াহিদুল ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, রাজধানীর পল্টন থানা পেশাজীবি সংগঠনের সভাপতি শাহাজাহান সিরাজ, উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারী এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, অফিস সম্পাদক মাওলানা আবুল হাসান ও উপজেলা যুব বিভাগের প্রচার সম্পাদক মাওলানা মারুফ শেখ প্রমুখ।
এমআর