মেক্সিকোর গুয়াদালাজারা শহরতলীতে গত ডিসেম্বরে আবিষ্কৃত একটি গণকবর থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক ডজন ব্যাগে ছিন্নভিন্ন অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলোর মধ্যে একজন নারী এবং পাঁচজন পুরুষের লাশ শনাক্ত হয়েছে। জালিস্কো রাজ্যের রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। বাকি ১৮ জনের পরিচয় এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। দোষীদের খোঁজ চলছে।
২০০৬ সালে মেক্সিকো মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করার পর থেকে দেশজুড়ে ৪ লাখ ৫০ হাজার এরও বেশি মানুষ নিহত হয়। এই মৃত্যু এবং আরো হাজার হাজার লোকের নিখোঁজের জন্য মূলত সংঘবদ্ধ অপরাধকে দায়ী করা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জালিস্কো হলো মেক্সিকোর সবচেয়ে বেশি সংখ্যক নিখোঁজের রাজ্য। গত বছরের শেষ নাগাদ এখানে ১৫ হাজার ৩৮২ জন নিখোঁজ রয়েছে।
এবি