পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রবিবার (১৬ মার্চ) দক্ষিণ আফ্রিকার ফোর্ডসবার্গের সিলভার সপোন রেস্টুরেন্টে হয় এই আয়োজন। ইফতার মাহফিলে অংশ নেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত শত শত প্রবাসীরা।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রভিন্সের সভাপতি শরীফ উদ্দিন ও সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তুল উলানা সাউথ আফ্রিকার সেক্রেটারি জেনারেল মাওলানা ইব্রাহিম বা'ম।
প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সহ সভাপতি মোশাররফ হোসেন, সহ সভাপতি মিছবাহ উদ্দিন ফারুক, সেক্রেটারি জেনারেল ইব্রাহিম আহমেদ, সহ সেক্রেটারি আবুল কাশেম, মোজাম্বিক সভাপতি শামছুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, সহ সেক্রেটারি ইমরান আলী বাবুল, বিএনপি নেতা জহিরুল আলম তরুন, নোয়াখালী এসোসিয়েশনে সভাপতি মোস্তাফিজুর রহমান, স্প্রিং ইউনিটির সভাপতি মজিবুল হক লিটন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশীরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন পাকিস্তান, মিশর, সোমালিয়া, ইথিওপিয়ান কমিউনিটি সহ দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক দল এএনসি'র নেতৃবৃন্দ।
এসআর