এইমাত্র
  • পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ
  • বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
  • লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
  • জিলাপির অপেক্ষায় থাকা সেই ওসি মনোয়ার হোসেন ক্লোজড
  • বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
  • সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা
  • সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর
  • শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • 'ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী': ট্রাম্প
  • আজ বুধবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    শিক্ষক-কর্মচারীদের পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

    শিক্ষক-কর্মচারীদের পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

    বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং দ্রুত অবসর ও কল্যান ভাতা প্রদানের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন হয়েছে।

    বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগ।

    সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ৯৫ ভাগ পরিচালনা করেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারিগন।

    বছরের পর বছর পূর্নাঙ্গ উৎসব ভাতা, পূর্নাঙ্গ বাড়ি ভাড়া এবং দ্রুত অবসর ও কল্যান ভাতা প্রদানের দাবিতে আন্দোলন-সংগ্রাম করলেও দাবি পুরন হয়নি। হয়েছে বৈষম্যের শিকার।

    তারা বলেন, বর্তমানে মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা এবং ১০০০ টাকা বাড়ি ভাড়া দেয়া হচ্ছে। এই দুর্মূল্যের বাজারে এ ধরনের সামান্য অর্থে একটি শিক্ষক পরিবারের ঈদ উৎসব আয়োজন করা সম্পূর্ন অসম্ভব।

    অন্যদিকে মাত্র এক সাথে হাজার টাকা বাড়ি ভাড়া প্রদান করে দেশের ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষক কর্মচারিদের শুধু অবহেলাই করা হচ্ছে না বরং তাদের এই সামান্য অর্থদিয়ে সম্মানহানি করা হচ্ছে।

    শিক্ষক-কর্মচারি অবসর গ্রহনের ৫-৭ বছরের মধ্যেও অবসর ভাতা ও কল্যান ভাতা পায় না। ফলে তাঁদের অবসর জীবন দুর্বিসহ হয়ে পড়ে।

    সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা শিক্ষা জাতীয় করন, অবসর প্রাপ্ত শিক্ষক- কর্মচারিদের দ্রুত অবসর ভাতা ও কল্যান ভাতা প্রদান, ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া প্রদানের দাবি জানান। অন্যথায় ঈদের আগেই কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষক নেতৃবৃনাদরা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…