জামালপুরের বকশীগঞ্জে পাখি ধরে দেওয়ার কথা বলে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
আটক রিপন মিয়া (২৩) একই এলাকার মিষ্টার আলীর ছেলে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের কাগমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ট্রলি চালক রিপন মিয়া একই এলাকার ৯ বছর বয়সী এক শিশুকে পাখি ধরে দেওয়ার কথা বলে ফুসলিঁয়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটি ধর্ষণের চেষ্টা করে সে। এক পর্যায়ে শিশুটির ডাক চিৎকার দিলে এলাকাবাসী রিপনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, ধর্ষণ চেষ্টায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচএ