এইমাত্র
  • সুনামগঞ্জে নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের
  • মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার
  • সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
  • বাংলাদেশে ঈদ কবে, যা জানাল মধ্যপ্রাচ্যের গণমাধ্যম
  • রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যশোর
  • দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • পাকিস্তানে ঈদ সোমবার
  • সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন: রিজভী
  • চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া, সকাল ১০টায় ঈদের জামাত
  • 'শ্রোতার সঙ্গে শিল্পীর সংযোগ' শীর্ষক কর্মশালায় প্রশিক্ষক মিলা
  • আজ রবিবার, ১৫ চৈত্র, ১৪৩১ | ৩০ মার্চ, ২০২৫
    আন্তর্জাতিক

    গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

    গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

    ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার (২৬ মার্চ) গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য জানা যায়নি।

    ইসরায়েলের সেনাবাহিনী জানায়, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দুটি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে একটি রকেটে বাধা দেওয়া হয়েছে এবং অন্যটি গাজা সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে ভূপাতিত হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডে স্থানীয় সময় বেলা ১২টা ৩ মিনিটের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর পরপরই গাজা থেকে ছোড়া দুটি রকেটের ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ শনাক্ত করা হয়েছে।

    ‘‘এর মধ্যে একটি রকেট সফলভাবে ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। আর অন্য রকেটটি ইসরায়েলের জিমরাত এলাকায় পড়েছে,’ বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনও তথ্য জানায়নি।

    এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকায় নতুন করে আরও ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আহত আরও ১২৪ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মন্ত্রণালয় আরও বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজার ১৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…