এইমাত্র
  • পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ
  • বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
  • লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
  • জিলাপির অপেক্ষায় থাকা সেই ওসি মনোয়ার হোসেন ক্লোজড
  • বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
  • সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা
  • সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর
  • শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • 'ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী': ট্রাম্প
  • আজ বুধবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:২৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:২৩ পিএম

    বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:২৩ পিএম

    বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। লামা পৌরসভার শিলেরতুয়া এলাকায় অবস্থিত মুইং তং নামের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভুক্ত ভোগী কিশোরীর মা বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে মিফতা উদ্দিন মাহি (১৯) ও উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে রিসোর্ট মালিক হাসান মাহমুদ (২৩)।

    জানা গেছে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রিসোর্ট মালিক হাসান মাহমুদকে মুঠোফোনের মাধ্যমে রুম বুকিং দেন মাহি নামের এক যুবক। পর দিন (৯ এপ্রিল ২৫) দুপুর ১২টার দিকে ওই যুবক এক কিশোরীকে নিয়ে বুকিং দেওয়া মুইংতং রিসোর্টের একটি জুম ঘরে যান। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় কিছু যুবক কিশোরীটিকে জুম ঘরে আটকে মারধর সহ স্বজনদের কাছে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন।

    এ খবর পেয়ে পুলিশ রিসোর্ট থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।

    এ সময় রিসোর্ট মালিক সহ দুই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে লামা থানায় মামলা করেন।

    কিশোরীর মা বলেন, “বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে কলেজে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করি। রাতে মেয়ের ফোন থেকে ফোন করে কিছু যুবক বলে, ‘আপনার মেয়ে অসামাজিক কাজের কারণে আমাদের কাছে আটক রয়েছে। আপনার মেয়েকে ছাড়িয়ে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। তখন কোনো উপায় না পেয়ে ঘটনাটি লামা থানাকে অবগত করি।”

    লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘কিশোরীকে অপহরণের পর টাকা দাবির ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…