ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) দুপুরে গাজীপুর নগরীর সদর থানা'র সালনা এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সকল প্রকার অপরাধীদের প্রতিহত করা হবে। অপরাধীরা কেউই ধরাছোঁয়ার বাইরে নয়। জনগণ তাদের চেনে, তাই জনগণের সহযোগিতায় তাদের দমন করা সম্ভব।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, গতকাল (১২ মার্চ) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে মহানগরীর কোনাবাড়ী থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় একদল দুষ্কৃতকারী।
এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অপরাধ বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিএনপি নেতৃবৃন্দসহ জিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এআই