যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্যারাসাইট রিসোর্স ব্যাংক (Parasite Resource Bank) পরিচিতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসের একাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে Parasite Resource Bank কী, এর এরিয়া, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর পরিধি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
PRB, Bangladesh এর যবিপ্রবি ক্যাম্পাস কো অর্ডিনেটর তানভীর আহমেদ বলেন, ‘এটি একটি ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন। এমন একটি আন্তর্জাতিক রিসার্চ প্রতিষ্ঠানের গর্বিত কোলাবোরেটিভ অংশ হিসেবে PRB যবিপ্রবি ইউনিট আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রিসার্চ ফিল্ডে সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মুক্ত করবে।
এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়াল লাইভে যুক্ত ছিলেন বাংলাদেশ প্যারাসাইট রিসোর্স ব্যাংক এর পরিচালক ড. তিলক চন্দ্র নাথ তিনি বলেন, ‘আমরা শুধু প্যারাসাইট নয়, পাবলিক হেলথ নিয়েও কাজ করি। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবিষয়ক বিভিন্ন কাজে পিআরবি যুক্ত। আমি অত্যন্ত আনন্দিত যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর ৮ম শাখা উদ্ভোধন হতে যাচ্ছে।’
উল্লেখ্য, প্যারাসাইট রিসোর্স ব্যাংক সাউথ কোরিয়া বেসড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যা বাংলাদেশের ঢাবি, সিকৃবি, শেকৃবিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ (icddr,b) এর সাথে কাজ করে।
এআই