এইমাত্র
  • ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল তিন ডাকাত: পুলিশ
  • ওবায়দুল কাদেরের দুর্নী‌তি অনুসন্ধানে মাঠে নামছে দুদক
  • মাগুরায় বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে হত্যা
  • আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ বাংলাদেশের
  • আ.লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম
  • ‘মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা’
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

    স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল অনলাইন লটারি অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি পরিচালনায় কারিগরি সহায়তা দিয়েছে টেলিটক।

    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম এই লটারি কার্যক্রম পরিচালনা করেন।

    জানা গেছে, এই ভর্তি কার্যক্রম ৩ ধাপে পরিচালনা করা হবে। প্রথম ধাপের লটারি ফলাফল প্রকাশ হবার পর শিক্ষার্থীদের ৬ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। তার কর্মদিবস পর তৃতীয় ও সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে। তবে সব ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

    দেশব্যাপী ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ৬৮০ টি সরকারি বিদ্যালয়ে মোট ১,০৮,৭১৬ টি শূন্য আসনের বিপরীতে ৬,৩৫,০৭২ টি আবেদন আবেদন গৃহীত হয় এবং ৩১৯৮ টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১০,০৭,৬৭৩ টি শূন্য আসনের বিপরীতে ৩,৪৮,৪৬৭ টি আবেদন আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদনসমূহ হতে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়।

    এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ৬৮০ টি সরকারি ও ৩১৯৮ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে গত ১২ নভেম্বর হতে শুরু করে ৩১ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়।

    ডিজিটাল লটারির ভর্তির ফলাফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। এসএমএস এ ফলাফল পেতে GSA<Space> Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।

    উল্লেখ্য, সরকারি নীতিমালা অনুযায়ী, সাধারণ, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, অক্ষম (Disable), সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সব কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব-স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে Software এর মাধ্যমে Random পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মোঃ মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব নুরুল মাবুদ চৌধুরী সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    এইচএ


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…