এইমাত্র
  • ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় বিএনপি নেতার ভিসা বাতিল !
  • নিষ্ক্রিয় অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটি, দায়িত্বে অন্তর্বর্তী প্রধান
  • বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকার সম্পত্তি
  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল
  • ছাত্র-জনতার ওপর হামলা, যুবলীগের সাদ্দাম গ্রেপ্তার
  • আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত’
  • হাসিনার সহযোগীদের সম্পদ তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ বাংলাদেশের
  • হজের খরচ কমানো নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
  • কেন জনপ্রিয়তার তুঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো?
  • দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারকে ‘হাত খুলে’ টাকা দিতে চাচ্ছে
  • আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪
    বিচিত্র

    হেঁটে বেড়ানো গাছ জিতলো নিউজিল্যান্ডের সেরা বৃক্ষের পুরস্কার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম

    হেঁটে বেড়ানো গাছ জিতলো নিউজিল্যান্ডের সেরা বৃক্ষের পুরস্কার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম

    হঠাৎ দেখলে মনে হতে পারে লম্বা লম্বা পা ফেলে এটি এগিয়ে যাচ্ছে মাঠ ধরে। কিন্তু অবিশ্বাস্য হলেও গল্পটি ‘ওয়াকিং ট্রি’ নামে পরিচিত একটি বৃক্ষের। নিউজিল্যান্ডের বছরের সেরা গাছ বা ‘ট্রি অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় প্রথম হয়েছে এটি।

    এ তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

    নিউজিল্যান্ড আরবারিকালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে হয় প্রতিযোগিতাটি। নর্দার্ন রাতা জাতের এই গাছটির লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রের এন্টদের সঙ্গে দেখতে বেশ মিল পাবেন। গাছটির ‘হেঁটে বেড়ানো গাছ’ বা ‘ওয়াকিং ট্রি’ নাম পেতে ভূমিকা রেখেছে এই এন্টরা। চলচ্চিত্রের এন্টরা দেখতে গাছের মতোই।

    ৩২ মিটার বা ১০৫ ফুট লম্বা গাছটির দেখা পাবেন সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কারামিয়ার কাছে। তৃতীয়বারের মতো হওয়া এই বার্ষিক প্রতিযোগিতায় শতকরা ৪২ শতাংশ ভোট পেয়ে অন্য জনপ্রিয় গাছদের অনায়াসে পেছনে ফেলে। এর মধ্যে আছে দেশটির সবচেয়ে বেশি ছবি তোলা বৃক্ষ লেক ওয়ানাকার উইলো গাছটিও।

    নর্দার্ন রাতা গাছটি একটি পরাশ্রয়ী উদ্ভিদ হিসেবে হিসেবে জীবন শুরু করে। অর্থাৎ অন্য একটি গাছের ওপর আশ্রয় করে ছিল এটি। অবশেষে, এর শিকড় মাটিতে পৌঁছায় এবং এটি মূল গাছকে ঢেকে দেয়। এ প্রজাতির বৃক্ষ এক হাজার বছর বেঁচে থাকতে পারে। অবশ্য ‘ওয়াকিং ট্রি’র বয়স কত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ১৮৭৫ সালে গাছটির অস্তিত্ব ছিল এতটুকু নিশ্চিত হওয়া গেছে।

    কারামিয়ার স্থানীয় বাসিন্দা পিট কারি বলেন যে তার পরিবার ১৮৭৫ সালে এই অঞ্চলে আসার সময় এখানকার জমি পরিষ্কার করেছিল। ‘জমিতে ছিল ঘন ঝোপ-জঙ্গল। আমার পরদাদা ও তাঁর ভাইয়ের খামার করার জন্য জমি পরিষ্কার করেন।’ বলেন তিনি। তবে এখন ‘ওয়াকিং ট্রি’ নামে পরিচিত গাছটিকে তারা রেখে দেন।

    নিউজিল্যান্ড আরবারিকালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচি চিল বলেন, ‘ওয়াকিং ট্রি নিউজিল্যান্ডে যে অসাধারণ সব বৃক্ষ আছে তার একটি বড় উদাহরণ।’

    তিনি জানান, এই পুরস্কারটি স্থানীয় জনগোষ্ঠীর জীবনে যে গাছগুলি গুরুত্বপূর্ণ অবদান রাখে তার স্বীকৃতি দেয়।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…