এইমাত্র
  • ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল তিন ডাকাত: পুলিশ
  • ওবায়দুল কাদেরের দুর্নী‌তি অনুসন্ধানে মাঠে নামছে দুদক
  • মাগুরায় বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে হত্যা
  • আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ বাংলাদেশের
  • আ.লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম
  • ‘মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা’
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • আজ শুক্রবার, ৫ পৌষ, ১৪৩১ | ২০ ডিসেম্বর, ২০২৪
    বিচিত্র

    ১ জোড়া চটির দাম প্রায় দেড় লাখ টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:০০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:০০ পিএম

    ১ জোড়া চটির দাম প্রায় দেড় লাখ টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:০০ পিএম
    ছবি: সংগৃহীত

    কুয়েতে একটি দোকানে দুই ফিতার এক জোড়া স্যান্ডেল বা চটি যে দামে বিক্রি হচ্ছে, তা দেখে সাধারণ মানুষের চোখ কপালে উঠে যাবে। চটির কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল হয়েছে নিমেষেই। চটির দাম লেখা ৪ হাজার ৫৯০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৩ হাজার টাকার বেশি।

    অথচ, সাধারণত শৌচাগারে যেতে হরহামেশাই আমরা ওই ধরনের স্লিপার ব্যবহার করি ও সাধারণ ঘরে পরার জন্য যে চপ্পল ব্যবহার করি তা একেবারে গয়নার মতো সাজিয়ে রাখা রয়েছে সেখানে।

    সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড ‘জানোউবা’ আনলাইনে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটির ক্যাপশন, ‘জানোউবায় ৪ হাজার ৫০০ রিয়ালে সর্বশেষ ফ্যাশন’।

    জানোউবার ভিডিওতে দেখা যায়, হাতে গ্লাভস পরা এক ব্যক্তি কাচে ঘেরা একটি বাক্স থেকে নীল-সাদা রঙের একটি চটি বের করে তার গুণমান দেখাচ্ছেন। সেটির ফিতা কতটা ভালো, সেটি কতটা নরম...। কাচের বাক্সের ভেতর আরও কয়েক রঙের চটি দেখতে পাওয়া যায়।

    অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ, বিশেষ করে ভারতীয়রা ওই ভিডিও শেয়ার করেন এবং বিভিন্ন রকম মন্তব্য করেন।

    কেউ কেউ মনে করছেন বিত্তশালীদের নজর কাড়ার জন্যই এই চালাকি। এমন চপ্পল ৬০ টাকায় কিনতে পাওয়া যায় বলেও মজা করেছেন কেউ কেউ।

    বিষয়টি নিয়ে রসিকতা করতেও ছাড়েননি অনেকেই। একজন বলেছেন, মাতৃ দিবসে মাকে উপহার দেওয়ার জন্য ওই হাওয়াই চপ্পল একেবারে আদর্শ। ওই জুতো পায়ে গলাতেও কাজে লাগবে, আবার সন্তানদের শাসন করার ক্ষেত্রেও হাতিয়ার হিসাবেও কাজে লাগবে বলে মন্তব্য জানান তিনি। কেউ কেউ বলেছে, ঝাঁ চকচকে দোকানে দিনে-দুপুরে ডাকাতি চলছে। এই চটির দাম কোনওভাবেই ১লক্ষ টাকা হতে পারে না, সেই বিষয়ে একমত সকলেই।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…