দেশে সাধারণ জনগণের ভোগান্তির আরেক নাম বিদ্যুৎ মিটার। প্রিপেইড মিটারের দাম সংযোগ নেয়ার সময় পরিশোধ করলেও বছরের পর বছর প্রতি মাসে টাকা কেটে নেওয়া হচ্ছে কেন? এ প্রশ্ন এখন সাধারণ ভুক্তভোগীদের।
পিডিবি, ডিপিডিসি, ডেসকো, আরইবি মিটার স্থাপন করেছে আর তার ভাড়া বছরের পর বছর আদায় করছে গ্রাহকদের কাছ থেকে।
বিদ্যুতের অযৌক্তিক মিটার ভাড়া ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবি সাধারণ ভুক্তভোগীদের।
সাধারণ মানুষের প্রশ্ন, নিজের টাকায় মিটার কিনে আবার মাসে মাসে তার ভাড়া কেন দিতে হয় বিদ্যুৎ কোম্পানিগুলোকে।
সাধারণ মানুষের দাবী, গ্রাহক নিজের টাকায় বিদ্যুতের মিটার ক্রয় করার পরও যদি প্রতি মাসে মাসে মিটার ভাড়া দিতে হয়, তাহলে বিদ্যুৎ সংস্থা আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি পুতে লাইন টানিয়ে ফসলি জমিগুলো নষ্ট করে কোটি কোটি টাকার ব্যবসা করার পরও আমাদের জমির ভাড়া দেবে না কেন?
ভুক্তভোগীদের চাওয়া এসব অযৌক্তিক মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল করার এখনই সময়।
এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুমিকা রাখবেন বলে মনে করেন ভুক্তভোগীরা।
এফএস