এইমাত্র
  • ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় বিএনপি নেতার ভিসা বাতিল !
  • নিষ্ক্রিয় অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটি, দায়িত্বে অন্তর্বর্তী প্রধান
  • বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকার সম্পত্তি
  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল
  • ছাত্র-জনতার ওপর হামলা, যুবলীগের সাদ্দাম গ্রেপ্তার
  • আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত’
  • হাসিনার সহযোগীদের সম্পদ তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ বাংলাদেশের
  • হজের খরচ কমানো নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
  • কেন জনপ্রিয়তার তুঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো?
  • দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারকে ‘হাত খুলে’ টাকা দিতে চাচ্ছে
  • আজ বৃহস্পতিবার, ৩ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয়

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ এএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ এএম

    দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয়

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ এএম

    জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে এই কাওয়ালী উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করে। এছাড়াও মঞ্চে কাওয়ালী পরিবেশন করে ব্যান্ড 'রূহানী রঙ'।

    কাওয়ালী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে মঞ্চে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. শফিকুল ইসলাম।

    ড. ইমদাদুল হুদা বলেন, 'আমাদের এমন সুস্থধারার সংস্কৃতির চর্চা আরো বেশি করে চাই। যারা এই আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে করে, আমাদের এটাও শিখতে হবে কীভাবে দেশের প্রয়োজনে আমরা দেশের পাশে থাকতে পারি।’

    এদিন শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গ্যাজেট আকারে স্বীকৃতি প্রদানের বিষয়েও জনমত প্রচার করে।

    এছাড়া নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কাওয়ালী সঙ্গীতশিল্পী মরহুম সালমান আজাদীকে শ্রদ্ধাভরে স্মরণ করে শিক্ষার্থীরা।

    আয়োজনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাকিল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে কোন অনুষ্ঠান করা যায় নি। দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যমে দেশ ও ক্যাম্পাস এখন স্বাধীন। বিশ্ববিদ্যালয় এখন উন্মুক্ত জ্ঞান ও সংস্কৃতি চর্চার যায়গা। জুলাই বিল্পবকে লালন করে, ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে “দ্রোহের গান ও কাওয়ালী সন্ধার” আয়োজনের উদ্যোগ নেয়া। যেখানে দেশ সেরা কাওয়ালী শিল্পীরা অংশ নিবে এবং আবৃত্তি,অভিনয় ও বিল্পবী গান গাইবে ক্যাম্পাসের শিল্পীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এই আয়োজন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের, মতের, আদর্শের মানুষের অনুষ্ঠানের স্বাধীনতার এ ধারা বজায় থাকবে।’

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…