এইমাত্র
  • বঙ্গভবনের সামনে এক শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ
  • ভারতে ৪১ বাংলাদেশি গ্রেপ্তার
  • আবারও মাদক নিচ্ছেন, প্রাক্তন স্ত্রীর দাবির পর মুখ খুললেন নোবেল
  • বিমান থেকে ফেলা ত্রাণের বস্তার আঘাতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু
  • প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
  • অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির
  • বঙ্গভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা, সেনাবাহিনীর ধাওয়া
  • সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে?
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন
  • সেন্টমার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    পরীক্ষা দিতে আসা জবি ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম

    পরীক্ষা দিতে আসা জবি ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফার্মেসি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আসিফ আহমেদ অভিকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।অভি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে আসলে আটক করে শিক্ষার্থীরা। তখন বিভাগের চেয়ারম্যান তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর প্রত্যক্ষভাবে হামলা করে অভি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রশাসনের কাছে সরবরাহ করেন তিনি, যার ফলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়। এ ছাড়া ছাত্রলীগের পদ ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান অভি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সেমিস্টার পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে।বড় ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বসে উপাচার্যের (রুটিন দায়িত্ব) সম্মতিক্রমে তাকে পুলিশের হাতে সোপর্দ করি। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যে নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

    এ বিষয়ে কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছে। এখন আমরা আইনগত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…