ঢাকার অভিজাত রেস্তোরাঁ লা মেরিডিয়ানে শনিবার ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফার দেয়। তবে চাহিদা অনুযায়ী ক্রেতাদের আইসক্রিম দিতে না পারায় অপেক্ষমাণ ক্রেতাদের মধ্যে একদল শিক্ষার্থীর সঙ্গে লা মেরিডিয়ান কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়।
শনিবার দুপুর থেকে আইসক্রিম প্রেমীরা রেস্তোরাঁর সামনে জড়ো হতে থাকেন। পরে দুপুর ২টার দিকে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থী ও লা মেরিডিয়ান হোটেলের নিরাপত্তাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি আজহারুল ইসলাম বলেন, রাজধানীর খিলক্ষেতে অবস্থিত লা মেরিডিয়ান ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। রেস্তোরাঁর নিরাপত্তাকর্মী ও একদল শিক্ষার্থীর মধ্যে প্রায় এক-দেড় ঘণ্টা ধরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
ওসি বলেন, তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্রেতা ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের মধ্যকার এ বিষয়টি সুরাহা করা হয়েছে।
এফএস