নাক গলানো বা ‘নোজপোকিং’ শব্দটি বহুল প্রচলিত। নাক গলানো অর্থ অনধিকারচর্চা বা অহেতুক অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা। বেশির ভাগ মানুষ অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে, অহেতুক প্রশ্ন করতে পছন্দ করে। অনধিকারচর্চায় এ দেশের মানুষ ওস্তাদ। আপনি যতই অপছন্দ করুন না কেন, ব্যক্তিগত নানা খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন আপনাকে শুনতেই হবে।
কারো ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করা যে উচিত নয়। তারপরেও বেশির ভাগ মানুষ জেনেবুঝে হলেও অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলান, মাথা ঘামান। এটা এখন যেন আমাদের জাতীয় বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আমাদের স্বভাব অবশ্য বড়ই বিচিত্র। আমরা অন্যের ব্যাপারে শুধু নাক গলাতেই পছন্দ করি না, এক ধরনের সমালোচনা, পরস্পরবিরোধী মন্তব্য করতেও ওস্তাদো বটেও।
এমন কিছু বিষয়ে দেখা যায় ব্যক্তি বা পরিবারের মাথাব্যথা নেই কিন্তু চারপাশের মানুষ আপনার মাথার খুলি উড়িয়ে দেওয়ার অবস্থা করে দেয়। মানুষ আসলে খুবই দরদি। তারা জানতে ও বুঝতে চায়, তাই প্রশ্ন করে। আর এই প্রশ্নগুলো চলতেই থাকে আমৃত্যু অবদি।
এসব প্রশ্নবাণ ব্যক্তি থেকে পেতে হেসে হেসে জবাব দেবেন এবং ব্যক্তিগত প্রশ্ন না করতে অনুরোধ করবেন। হয়তো তাতেও রেহাই পাবেন না। তবে যে আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে একটা প্রশ্ন করবে, আপনিও তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে ১০টা প্রশ্ন করুন। আপনি সফল হবেন।
এইচএ