লেবাননে যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা একে একে দেশে ফিরছেন। তারই ধারাবাহিকতায় এবার মঙ্গলবার (৩ ডিসেম্বর) আরও ৪০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন।
স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) রাতে এই তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পরে বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ গত ২১ নভেম্বর দেশটি থেকে ৮২ বাংলাদেশি দেশে ফেরে। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছে মোট ৬৯৭ জন।
এবি