এইমাত্র
  • ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল তিন ডাকাত: পুলিশ
  • ওবায়দুল কাদেরের দুর্নী‌তি অনুসন্ধানে মাঠে নামছে দুদক
  • মাগুরায় বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে হত্যা
  • আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ বাংলাদেশের
  • আ.লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম
  • ‘মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা’
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪
    ফিচার

    আজ মোজা দিবস

    ফিচার ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম
    ফিচার ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

    আজ মোজা দিবস

    ফিচার ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

    দৈনন্দিন জীবনে আমাদের নিত্যদিনের সঙ্গী মোজা। মূলত জুতাকে আরামদায়ক ও ঠাণ্ডা থেকে রক্ষা পেতে এত ব্যবহার। তবে বর্তমানে জুতা অথবা স্যান্ডেলের সঙ্গে মোজা পরা ফ্যাশনেও পরিণত হয়েছে। তবে মজার ব্যাপার হলো এই কাপড়টির জন্য একটি দিবস বরাদ্দ আছে। আর আজ সেই দিন। প্রতি বছর ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে জাতীয় মোজা দিবস উদযাপন করা হয়। তাই আজ আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন দরকারি এই কাপড়টি।

    যেহেতু মোজার কথা বলছি, তাই এর ইতিহাস জেনে রাখা যেতে পারে। এই পোশাকটির ইতিহাস দুই হাজার বছরের বেশি পুরোনো। তখন গুহাবাসীরা পা উষ্ণ রাখতে ছাগলের লোম থেকে এটি তৈরি করত। ধারণা করা হয়, সেই সময় হয়তো স্যান্ডেলের সঙ্গে মানুষ হয়ত পায়ে মোজাও পরতেন।

    মোজার মাহাত্ম্যকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রে ২০১৬ সাল থেকে প্রতিবছর ৪ ডিসেম্বর ‘ন্যাশনাল সকস ডে’ বা জাতীয় মোজা দিবস পালন করা হয়। শীতপ্রধান দেশে যেখানে বুট কিংবা অন্য যেকোনো জুতা পরতেই হয় সেখানে মোজা ‘মহান’ বটে। মোজার এই ‘মহান’ অবদানকে স্বীকৃতি জানাতে একটি দিবস পালন করেন মার্কিনীরা।

    'পেয়ার অব থিভস' নামেন এক পোশাক বিক্রয় প্রতিষ্ঠান এই দিবসটি চালু করেছিল বলে ডে'জ অব দ্য ইয়ারের আর্টিকেলে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য কেবল দিবসটি উদযাপন প্রচার করা নয়, সদিচ্ছার কথা প্রচার করা ও কিছু অভাবী মানুষকে প্রয়োজনীয় জিনিসটি উপহার দেওয়া।

    দিবসটি উদযাপনের ভালো উপায় হলো এক জোড়া নতুন মোজা কেনা। তাহলে জুতা বিরক্তিকর না হয়ে হবে আরামদায়ক। এজন্য বেছে নিতে পারেন জ্যামিতিক আকারে সজ্জিত উজ্জ্বল রঙের বা কোনো একটি রঙের মোজা। তাহলে আজ আপনার ড্রয়ারটি আরও রঙিন হয়ে উঠবে।

    নিজের জন্য না লাগলে অন্য কারো জন্য কিনুন, তারপর তাকে উপহার দিন। জীবনে তো অনেক কিছু উপহার দিয়েছেন, এবার এক জোড়া মোজা উপহার দিতে পারেন। এতে উপহারেও যেমন নতুনত্ব আসবে, আবার উপহার পাওয়া ব্যক্তির প্রয়োজনও মিটবে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…