এইমাত্র
  • মাগুরায় বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে হত্যা
  • আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ বাংলাদেশের
  • আ.লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম
  • ‘মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা’
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪
    করপোরেট সংবাদ

    স্বপ্ন দেখেছে বলেই আম্বালা ফাউন্ডেশন আজ এতদূর: পিকেএসএফ'র চেয়ারম্যান

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

    স্বপ্ন দেখেছে বলেই আম্বালা ফাউন্ডেশন আজ এতদূর: পিকেএসএফ'র চেয়ারম্যান

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

    পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, আমি সবাইকে বলি স্বপ্ন দেখো। আরিফ স্বপ্ন দেখেছে বলেই আম্বালা ফাউন্ডেশন আজ এতদূর এসেছে। তাই স্বপ্ন দেখো, স্বপ্ন যে দেখতে না জানে, তাঁর বাঁচার কোনো অধিকার নেই।

    শনিবার (০৭ ডিসেম্বর) সকালে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের প্রায় ৪ শতাধিক ক্রেডিট অফিসারদের নিয়ে দিনব্যাপি বার্ষিক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    এ সময় তরুণদের শুভেচ্ছা জানিয়ে জাকির আহমেদ খান বলেন, এটা তারুণ্যের যুগ কিন্তু অনেকেই মনে করেন তরুণরা কিছু বোঝে না। তবে আমি নিজেকে অনেক তরুণ মনে করি এবং তরুণদের কাছ থেকে সবসময় আমি শিখি।


    তিনি বলেন, আমরা দিনদিন বৃদ্ধ হচ্ছি তাই আমাদের ধারণা আমরা সব বুঝি, আমরা সব জানি কিন্তু আমরা সব জানি না আর তার প্রমাণ বর্তমান এই বাংলাদেশ। এবং এই যে নতুন বাংলাদেশ এটা তারুণ্যের সৃষ্টি, তোমাদের সৃষ্টি।

    আম্বালা ফাউন্ডেশনের ক্রেডিট অফিসারদের উদ্দেশ্যে পিকেএসএফ'র চেয়ারম্যান বলেন, তোমরা যারা মাঠে ময়দানে কাজ করো তারা আমার থেকেও অভিজ্ঞ এবং এই বয়সে এসে আমার পিকেএসএফে আসার একটাই উদ্দেশ্য আমি মাঠে যেতে চাই, আমি দেখতে চাই তোমরা কীভাবে কাজ করো।

    জাকির আহমেদ খান বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ বলি কিন্তু আমরা কতটুকু ডিজিটাল হয়েছি এটাই এখন বড় প্রশ্ন। তবে এখানে এসে আমি সন্তুষ্ট যে, আমরা ডিজিটালাইজেশনের দিকে ভালোভাবে এগিয়ে যাচ্ছি।

    তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভিক্ষা চায় না, সুযোগ চায়। সেই সুযোগ শুধু টাকার না, চিন্তার সুযোগ, স্বাধীনতার সুযোগ, কাজ করার সুযোগ, অপরকে সাহায্য করার সুযোগ, নিজেকে সম্মানিত করার সুযোগ। এরা আর কিছু চায় না। এসব সুযোগ পেলে বাঙালি অন্য বাঙালি হবে। সেই বাঙালি তোমরা আমাদের দেখাবে এই আশাবাদ ব্যক্ত করি।


    এসময় আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ'র উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কিউ.এম গোলাম মাওলা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আম্বালা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, উপ-নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসাইন স্বাথী, হেড অব মাইক্রোফিন্যান্স এসকে হাসানুজ্জামান, উপ-পরিচালক মিনহাজ মহসিন মিশু, সহকারি পরিচালক রাব্বি আলম মন্ডল, সহকারি পরিচালক রীপা খাতুন, সহকারি পরিচালক কাজী ফয়সাল ইসলাম, সহকারি পরিচালক মো. আব্দুল আলীম প্রমুখ।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…