এইমাত্র
  • ওবায়দুল কাদেরের দুর্নী‌তি অনুসন্ধানে মাঠে নামছে দুদক
  • মাগুরায় বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে হত্যা
  • আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ বাংলাদেশের
  • আ.লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম
  • ‘মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা’
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪
    আবহাওয়া

    ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ এএম
    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

    ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

    আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সাধারণত ছুটির দিনে রাস্তায় জ্যাম এবং যানবাহন কম থাকে তবে আজকের দিনেও বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকায়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৫২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


    শুক্রবার সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

    এদিকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি।

    ২৪৮ ও ২০৮ একিউআই স্কোর নিয়ে শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও নেপালের কাঠমান্ডু। শহর দুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

    ৩৩৮ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৮০), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৭৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৭২), সাভারের হেমায়েতপুর (২৬৭), কল্যাণপুর (২৫৮), গুলশানের মাদানি সরণি এলাকা (২৪১), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৩৯), গুলশান লেক পার্ক এলাকা (২৩৫)। এসব এলাকায় বাতাসের মান খুবই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

    ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…