দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে শীতের মাঝেই দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে এই বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমে জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না, তবে এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা এবং সিলেট বিভাগের কিছু অংশেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী কিছুদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শীতের কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী দুই দিন (১৮ ও ১৯ ডিসেম্বর) আবহাওয়ার পরিস্থিতি শুষ্ক থাকবে, তবে লঘুচাপের কারণে শুক্রবার থেকে আবহাওয়া বদলাতে পারে।
বর্তমানে লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ের বৃষ্টিপাত শীতকালে বিরল নয়, তবে ভারী বৃষ্টির কারণে উপকূলীয় এলাকাগুলোতে জনজীবন ব্যাহত হতে পারে। সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।