রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে অনতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট কাজ করছে।
এসএফ