যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবন সবসময়েই চর্চায় থাকে। স্ত্রী মেলানিয়ার সঙ্গে সম্পর্ক, দুজনের দাম্পত্যের চড়াই-উতরাই, সমস্ত নিয়েই মুচমুচে গল্প ঘোরাফেরা করে ম্যাগাজিনের পাতায়।
পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিয়ে তাকে বিষয়টি গোপন করতে চাপ দেওয়ার অভিযোগে গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় নিউইয়র্কের আদালতে।
সেসময় স্বামীর পাশে মোটেই ছিলেন না মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প খেলা দেখার ফাঁকে জীবনসঙ্গিনীর ঠোঁটে ঠোঁট রাখলেন। নিমেষে ভাইরাল হল গভীর প্রেমের সেই ছবি।
ছবিতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছেন ট্রাম্প। সেই ভরা স্টেডিয়ামেই মেলানিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করছেন। ছবি দেখে কেউ বলেন, ৭৮ বছরেও প্রেমিক সত্ত্বা ধরে রেখেছেন ট্রাম্প। কেউ আবার বলছেন, মেলানিয়াকে তো নিঃশ্বাস নেওয়ার সুযোগই দিচ্ছেন না প্রেসিডেন্ট। সবমিলিয়ে নেটদুনিয়ায় হইচই ফেলেছে এই ছবি।
এসএফ