চট্টগ্রামের সাতকানিয়ায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।
সভায় ইউএনও বলেন, আগামীকাল ৩০ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসবের উদ্বোধন হবে। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক শহীদুল ইসলাম বাবর, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-প্রতিনিধি রাইহান, রাফিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।
এআই