এইমাত্র
  • সৌদিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙ্গার আশঙ্কা!
  • টেকনাফে কিছুতেই বন্ধ হচ্ছে না অপহরণ বাণিজ্য!
  • না ফেরার দেশে চিত্রনায়িকা অঞ্জনা রহমান
  • এক মাহফিলে প্রখ্যাত ৬ আলেম
  • নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারীর আতঙ্ক
  • সাকিবকে ফেরাতে আরেকটা চেষ্টা করবে বিসিবি
  • ৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল : প্রধান উপদেষ্টার প্রেসসচিব
  • দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা
  • ফটিকছড়ির সীমান্তে ৮টি ভারতীয় গরুসহ যুবক আটক
  • ভৈরবে গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার ১
  • আজ শনিবার, ২১ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    বৃহস্পতিবার জামিন শুনানি

    ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

    ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

    বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে আসছেন না তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। কাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে।

    তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল মঙ্গলবার হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এর আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবীন্দ্র ঘোষ বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির আগে দেশে ফিরবেন। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার ছেলের সঙ্গে থাকছিলেন। সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুইদিন আগে তার নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন হাসপাতালে থাকায় তিনি কবে দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই।

    হাসপাতালে ভর্তি হওয়ার আগে গতকাল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন এই আইনজীবী। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, চিন্ময় দাশকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়, তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি।

    গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

    পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…