নিয়ন্ত্রণে এলো রাজধানীর পুরানা পল্টনের ৪তলা ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায়; সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, ভবনটির ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে লাগে আগুন। সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউস নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি আরও জানান, সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট। পরে, সকাল পৌনে ১০টার দিকে আরও ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল ১০টায় যোগ দেয় আরও ১ টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনটির ৩টি তলাতে বেশ কিছু আইনজীবীর চেম্বার রয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র।
এবি