ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কালাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
বুধবার (০৮ জানুয়ারি) ভোর ৪টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি কালাম উপজেলার রাজাপুর ইউনিয়নের মৃত আ: মালেকের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর রশীদ এক সংবাদ বিজ্ঞপ্ততি এ তথ্য নিশ্চিত করেন।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৬৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন কোস্টগার্ড। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এআই