চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এর তিন উপ পুলিশ কমিশনার (ডিসি) এবং সদরঘাট থানা ও আকবর শাহ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদকে সিএমপি সদর দপ্তরে বদলি করে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সিটিএসবির মো. আবদুর রহিমকে পদায়ন করা হয়েছে।
একই আদেশে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুনকে সিএমপির প্রসিকিউশন শাখায় বদলি করে সদরঘাট থানায় নতুন ওসি হিসেবে ডিবি উত্তরের মো. কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়াও, পৃথক এক আদেশে সিএমপির তিন উপ-পুলিশ কমিশনার পদেও রদবদল হয়েছে। উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) কে সিএমপির পিওএম শাখায়, ট্রাফিক দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খানকে মহানগর ডিবি পশ্চিমে, এবং সিএমপির পিওএম শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খানকে নগরের ট্রাফিক দক্ষিণ শাখায় বদলি করা হয়েছে।
সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তকে জনস্বার্থ সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এআই