রাজবাড়ীর কালুখালী উপজেলা মাজবাড়ী ইউনিয়নের বাগগাড়ী গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। চুরি-ডাকাতি, ছিনতাই ঠেকাতে স্বেচ্ছায় তারা পাহারা দেন। এতে করে গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গ্রামে চুরি-ডাকাতি বেড়ে গেছে। এসব অপরাধ ঠেকাতে গ্রামের যুবকরা একত্রিত হয়ে পাহারার দায়িত্ব নিয়েছেন। ‘আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা আমি দেব’ এই স্লোগানে তারা নিয়মিত পাহারাদারের দায়িত্ব পালন করছেন।
শিমুল মোল্লা জানান, গত কয়েক মাসে , দোকান ও বাসা-বাড়ির মালামাল, অটো- ভ্যান, দুটি ছাগল, দুই বাড়ী থেকে বস্তা ভর্তি পিয়াজ,সাইকেল ও গরুচুরিসহ অর্ধশতাধিক ঘটনা ঘটেছে। এতে দিন দিন আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। প্রতি রাতে চুরি-ডাকাতির মত ঘটনা ঘটে চলেছে।
উপজেলার বাগগাড়ী গ্রামের মো: বাচ্চু খানের বাড়ী থেকে পিয়াজ চুরি হয়। মিজানের বাড়ী থেকে পিয়াজ চুরি হয়। এবং বেশ কিছু দিন আগে আলাউদ্দিনের একটি গরু চুরি হয় বলেও জানান তারা।
গাউসুল আজম ও আবদুর ছালাম মন্ডলের দোকান ঘরের টিন কেটে ভিতরে ঢুকে ড্রয়ার থেকে নগদ টাকা ও সিগারেট,চাউলসহ মুদি মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি ও টহল বাড়িয়ে দিলে এমন চুরির ঘটনা কমে আসবে। তা না হলে সাধারণ মানুষ মূল্যবান সম্পদ ও আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়বে।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটা ভালো কাজ এব্যাপারে প্রথম দিন আমি মিটিংয়ে গিয়েছিলাম গ্রামের সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে সেটার পক্ষেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা করা হচ্ছে।
এআই