এইমাত্র
  • বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক: বাণিজ্য উপদেষ্টা
  • দ্বিতীয় পরীক্ষায় ফেল সাকিব, আসতে পারে বড় নিষেধাজ্ঞা
  • নিখোঁজের ৪৮ ঘন্টা পর যবিপ্রবি শিক্ষার্থী উদ্ধার
  • নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক
  • সখীপুরে মিছিলে হামলার মামলায় গ্রেপ্তার মুক্তিযোদ্ধা, এজাহারে বয়স ৩২
  • টিউলিপ সিদ্দিকের উচিত দায়িত্ব থেকে এখন সরে দাঁড়ানো: দ্য টাইমস
  • মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
  • বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  • আজ বৃহস্পতিবার, ২৬ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    বিতর্ক নিরসনে পাঠ্যপুস্তকে গুরুত্ব দেওয়া হয়েছে: শিক্ষা উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম

    বিতর্ক নিরসনে পাঠ্যপুস্তকে গুরুত্ব দেওয়া হয়েছে: শিক্ষা উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখার পরও ৫০ বছর ধরে চলমান বিতর্ক নিরসনেই এবারের পাঠ্যপুস্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

    বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

    তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক অভিভাবক (ভিসি) বসিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

    চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পে আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা।

    উপদেষ্টা বলেন, দেশে এখনও মূল্যস্ফীতি বেশি আছে। আগামীতে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মজুরির হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দিতে পারবে। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।

    রাজনৈতিক কর্মকাণ্ড চাঙা হচ্ছে, সেটি দেশের অর্থনীতিকে চাঙা করবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। সুশাসিত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। সংস্কার বলি বা যাই বলি না কেন গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।

    বাংলাদেশে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, আগামীর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য দেশের পানি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তৈরি করা দরকার।

    এছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকার ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জানিয়ে উপদেষ্ট বলেন, এরমধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…