এইমাত্র
  • সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট
  • নিজ ঘর থেকে কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
  • দাবাননে এখনো জ্বলছে যুক্তরাষ্ট্র
  • দিনাজপুরে ওসি পরিচয়ে অপহরণ-চাঁদাবাজি! ছাত্রদল নেতা আটক
  • কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
  • নোয়াখালীতে মিছিলের স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু
  • ভোলার বাজারে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতা
  • কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন, সেক্রেটারি মাহবুব
  • যশোরে প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল করতেন তারা
  • পঞ্চগড়ে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৩ ডিগ্রি
  • আজ শুক্রবার, ২৭ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ এএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ এএম

    ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ এএম
    ফাইল ছবি

    চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাস্টারপাড়া এলাকার রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত দুলাল একই এলাকার মৃত আব্দুল কাদিরের সন্তান।

    জানা যায়, স্থানীয় আজাদ সোহাগ, শরীফ ও দেলোয়ারসহ ১০/১২ জনের একটি সিন্ডিকেট বিএনপি’র নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষক দুলালের খতিয়ানভুক্ত জমির পাশে খাল থেকে বালু উত্তোলন করে আসছে। যার ফলে জমি ভেঙ্গে যাচ্ছে, ঘটনার দিন বালু উত্তোলনে কৃষক দুলাল বাঁধা দিলে সিন্ডিকেটের লোকজন তার উপর চড়াও হয়ে ড্রেজার মেশিনের হ্যান্ডেল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হয়ে মাথার মগজ বের হয়ে যায়।

    পরে রক্তাক্ত অবস্থায় পার্শ্ববর্তী রূপাই চড়ায় তাকে ফেলে দেয়া হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের নাতি এমদাদ জানায়, আমার দাদা দুলালের উপর আঘাতকারীরা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত।

    এইদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল কাশেম বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে বালু উত্তোলন করছে তারা দলের কেউ নয়, যদি বিএনপির লোকজন এই ঘটনায় জড়িত তাকে তাহলে তাদের বহিষ্কার করা হবে, এবং আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

    এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে দুলাল নামের ওই কৃষক গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

    তিনি আরও জানান, পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পরিদর্শন করেছি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…