বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু সহ স্থানীয় নেতারা।
নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশে গনতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই ফ্যাসীবাদী রাষ্ট্র কায়েম করতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন।
এআই