এইমাত্র
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

    সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

    নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

    রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

    কলেজ সূত্র জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ভর্তি সুযোগ পাওয়া ৪৯ শিক্ষার্থীর মধ্যে ছেলে ৯ জন ও মেয়ে ৪০ জন। তবে সব শিক্ষার্থীর তথ্য সংগ্রহ সম্পন্ন হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

    ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে জিনিয়া জাহান বিভা সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার প্রিয় প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের। এখানকার সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা’

    তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা ও পরিবারের সদস্যদের নিরন্তর দোয়া ও সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে দেশের সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’

    সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ‘গত ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ইতোমধ্যে আমরা ৪৯ জন শিক্ষার্থীর নামের তালিকা সংগ্রহ করতে পেরেছি। এছাড়াও সবার তথ্য পেলে এর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘গত বছরও আমাদের কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এ সাফল্যের পেছনে রয়েছে কলেজের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও নিয়মিত কঠোর তদারকি।’

    অধ্যক্ষের মতে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।

    কলেজটি থেকে প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…