এইমাত্র
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

    কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় পতিত জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন, জামাল মিয়া, রাতুল (১২), তাসলিমা আক্তার, শহিদ মিয়া ও জসিম মিয়া। তাঁদের মধ্যে গুরুতর আহত শহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাধানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবার দীর্ঘদিন আগে এলাকা ছেড়ে চলে যাওয়ার পর তাদের জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ওই জমির পাশে নিজেদের জমি ভরাট করে ঘর নির্মাণের চেষ্টা করেন বিএনপি সমর্থক শহিদ মিয়ার ভাই জসিম মিয়া।

    এ সময় রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মিয়া বাধা দেন। একপর্যায়ে এ ঘটনায় জসিম মিয়ার ১২ বছর বয়সী ছেলে রাতুলকে মারধর করেন মোসলেম। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিচার চাইতে গেলে শহিদ মিয়ার ওপর হামলার অভিযোগ ওঠে।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোসলেম মেম্বারসহ তারেক, নিলয়, রফিক ও রাজিব সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে শহিদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

    খবর পেয়ে শহিদ মিয়ার সমর্থকেরা ঘটনাস্থলে ছুটে এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহিদ মিয়ার পক্ষের পাঁচজন আহত হন।

    আহত তাসলিমা আক্তার বলেন, ‘আমাদের জায়গার সঙ্গে হিন্দুদের কিছু পরিত্যক্ত জমি পড়ে আছে। সেই জমি ভরাট করে আমার দেবর ঘর তুলতে গেলে আওয়ামী লীগ নেতা মোসলেম বাধা দেন। এরপর আমার দেবরের ছেলে রাতুলকে মারধর করা হয়। এই ঘটনার বিচার চাইতে গেলে আমার স্বামী শহিদ মিয়াকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।’

    এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…