দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দাউদপুর-ভাদুরিয়া সড়কে আমবাড়ী বাজারের নিকট এই দুর্ঘটনাটি ঘটে।নিহত নাইমুল হাসান নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়মাগুরা বালুয়াচড়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার এসআই শাহীন হোসেন জানান, ধানগাছ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রলির উপরে থাকা চালক নাইমুল হাসান উল্টে যাওয়া ট্রলি এবং ধানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এই ধরনের শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি সড়কে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এনআই