আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে একটি অতিবিরল ঘড়ি উপহার দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সম্প্রতি ভারত সফরে এসে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’-তে যান মেসি। সেখানেই আর্জেন্টাইন তারকাকে ১০ দশমিক ৯ কোটি রুপি মূল্যের বিলাসবহুল ঘড়িটি উপহার দেন এই শিল্পপতি।
উপহার হিসেবে দেওয়া ঘড়িটি বিশ্বজুড়ে সীমিত সংস্করণে তৈরি হয়েছে। মাত্র ১২টি ঘড়ির একটি হলো এটি। মডেলটি ‘রিচার্ড মিল আরএম০০৩-ভি২ জিএমটি টুরবিলিয়ন এশিয়া এডিশন’। ঘড়িটিতে ম্যানুয়াল-ওয়াইন্ডিং টুরবিলিয়ন মুভমেন্ট ব্যবহার করা হয়েছে, যা সময় দেখানোর পাশাপাশি দুটি ভিন্ন টাইম জোন প্রদর্শনের সুবিধা দেয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘড়িতে রয়েছে ফাংশন সিলেক্টর, পাওয়ার রিজার্ভ নির্দেশক এবং টর্ক ইন্ডিকেটর। কালো কার্বনের কেস ও টাইটানিয়াম বেসপ্লেটের সঙ্গে স্কেলেটন ডায়ালে এসব প্রযুক্তিগত বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
৩৮ মিলিমিটার আকারের কেসটি তৈরি হয়েছে কার্বন টিপিটি উপাদানে, যা সাধারণত মহাকাশ গবেষণা ও ফর্মুলা ওয়ান রেসিং প্রযুক্তিতে ব্যবহৃত হয়। ঘড়িটির স্যাফায়ার ডিস্কের কারণে ডায়ালের সংখ্যাগুলো স্পষ্ট ও উজ্জ্বলভাবে দেখা যায়।
এই ধরনের রিচার্ড মিল ঘড়ি সাধারণত বিশ্বের হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সংগ্রহে রয়েছে। তাঁদের মধ্যে আছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান চালক মিক শুমাখার এবং সাবেক এফআইএ সভাপতি ও ফেরারি দলের প্রধান জঁ টড।
আরডি