এইমাত্র
  • তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে: মির্জা ফখরুল
  • বোনের দাবি, সরকার পতনের ট্রাম্পকার্ড এখনো ইমরানের হাতে
  • ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
  • চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ আসামির ৬ দিনের রিমান্ড
  • সাভারে দাফন করা ব্যক্তিটি হারিছ চৌধুরীই ছিল: ডিএনএ রিপোর্ট হাইকোর্টে
  • পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি
  • শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত: রিজভী
  • বৃহস্প‌তিবার লেবানন থেকে ফিরবেন ১০৫ বাংলাদে‌শি
  • দূতাবাসে হামলার প্রতিবাদে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানে উত্তাল বিএসএমএমইউ
  • কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা
  • আজ বুধবার, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সন্তানদের সামনেই স্ত্রীকে হাত পা বেধে হাতুড়িপেটা করে হত্যা

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম

    সন্তানদের সামনেই স্ত্রীকে হাত পা বেধে হাতুড়িপেটা করে হত্যা

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম

    সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আখি আক্তার নামে এক গৃহবধূকে হাত পা বেধে দুই সন্তানের সামনে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

    বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছে।

    স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সাইদুল তার স্ত্রীকে হাতুড়িপেটা করে পালিয়ে যায়। এরপর আখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোঘণা করেন। পুলিশ আখির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে আখি আক্তারের সঙ্গে পাশ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের ১৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা অর্ণব ও সিয়াম নামের দুই সন্তানের বাবা-মা। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। নানা অজুহাতে সাইদুল তার স্ত্রীকে মারধর করতো।

    বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সন্তানদের সামনেই আখির হাত পা বেধে হাতুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে সাইদুল। হাতুড়ির আঘাতে আখি জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় সন্তানদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে সাইদুল দৌঁড়ে পালিয়ে যায়।

    নিহত আখির ছেলে ১২ বছর বয়সী অর্ণব জানায়, তার বাবা-মা প্রায়ই ঝগড়া করতো। বৃহস্পতিবার রাতেও তাদের ঝগড়া হয়। একপর্যায়ে তার মায়ের হাত-পা বেধে ঘরে থাকা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তার বাবা। চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এগিয়ে এলে তার বাবা পালিয়ে যায়।

    সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, গৃহবধূ হত্যাকাণ্ডের খবর শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…