এইমাত্র
  • বেরোবি সাংবাদিকতা বিভাগের প্রধান নিয়োগ চেয়ে আইনি নোটিশ
  • সত্যজিৎ রায়ের দুই’শ বছরের পৈতৃক বৈশাখী মেলা বন্ধ, হতাশ ব্যবসায়ীরা
  • 'পুনর্জন্ম'র প্রযোজক রূহানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • মাগুরায় লিচু চাষে ক্ষতির মুখে দিশাহারা চাষিরা
  • পটুয়াখালীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
  • আড়াই কোটির নেকলেস, হাই-হিল পরে শিরোনামে রণবীর সিং
  • রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
  • আগামী ৩ দিন যেসব জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা
  • পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার
  • মাত্র ৫০ হাজার টাকায় ঢাকাতেই বিক্রি হচ্ছে হরিণ!
  • আজ বৃহস্পতিবার, ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪
    শিক্ষাঙ্গন

    ইবিতে পরিক্ষা কক্ষে নেই শিক্ষক!

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম
    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম

    ইবিতে পরিক্ষা কক্ষে নেই শিক্ষক!

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম

    ভর্তি পরিক্ষায় কোন প্রকার শিক্ষকের উপস্থিতি ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র একটি কক্ষে পরিক্ষা গ্রহণ করা হয়েছে। গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ২০২৩-২৪ (স্নাতক) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এমন কান্ড ঘটে। কেন্দ্রে শিক্ষক বিহীন কক্ষে পরীক্ষা গ্রহণ করেছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

    শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ড. ওয়াজেদ আলী ভবনের ২০১ নম্বর কক্ষে এমন ঘটনা ঘটেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়।

    খোঁজ নিয়ে জানা যায়, ড. ওয়াজেদ আলী ভবনের ২০১, ২০২ ও ২০৩ নম্বর কক্ষের জন্য দায়িত্বরত শিক্ষক ছিলেন মাত্র ২ জন। তবে ২০১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালীন ছিলো না কোনো শিক্ষক। উক্ত রুমে পরীক্ষা চলাকালীন ডিউটি দেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারগণ।

    প্রধান পরিদর্শক মো: তহিদুর রহমানের সাথে কথা বলে জানা যায়, ২০১ নম্বর কক্ষে কোনো শিক্ষক নেই। তাই ২০১, ২০২ ও ২০৩ নম্বর কক্ষের প্রধান পরিদর্শক হিসেবে উপ-রেজিস্ট্রারদের সহায়তায় তিনি ২০১ নম্বর রুমে পরীক্ষার দায়িত্ব পালন করেছেন।

    এ বিষয়ে ইউনিট সমন্বয়ক অধ্যাপক ড. মো: মনজুরুল হক বলেন, পরীক্ষার কক্ষে শিক্ষক ছিলো কিনা তা ফাইল দেখে বলতে হবে। পরীক্ষায় যে শুধুমাত্র শিক্ষক দায়িত্ব পালন করেছে তা নয় বরং যতো কর্মকর্তা সবাই পরিদর্শক। সুতরাং তাদেরও পরিদর্শকের সমমর্যাদা। প্রধান পরিদর্শক সব দেখভাল করবে। কারণ আমাদের যতোসংখ্যক শিক্ষক সবাইকে প্রত্যেক রুমে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি।

    উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পরীক্ষার হলে একজনও কক্ষ পরিদর্শক নেই এমন ধরনের ঘটনা ঘটার কথা নয়। আমরা প্রতিটি রুমেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক দিয়েছিলাম। পাশাপাশি কর্মকর্তারাও ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসলে এটা তো জোরজবরদস্তির কোন বিষয় নয় যে কোন শিক্ষককে বাধ্য করে আনা হবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলাম তখন পিয়নদের দিয়েও দায়িত্ব পালন করিয়েছি।

    উল্লেখ্য, গুচ্ছের ইবি কেন্দ্রের ক (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬৪৪২ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী ০৩ মে বি (মানবিক) এবং ১০ মে সি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…