এইমাত্র
  • নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
  • পরমাণু নীতিতে পরবির্তন আনার হুঁশিয়ারি ইরানের
  • কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান
  • ভোলায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
  • মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
  • পটুয়াখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ
  • টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী
  • আজ শুক্রবার, ২৭ বৈশাখ, ১৪৩১ | ১০ মে, ২০২৪
    শিক্ষাঙ্গন

    তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে পরীক্ষার্থী

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম

    তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে পরীক্ষার্থী

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়েছেন এক পরীক্ষার্থী।

    অসুস্থ হওয়া শিক্ষার্থীটি সাজিদ হাসান আলিফ ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১১ নম্বর কক্ষে পরীক্ষা চলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

    অতিরিক্ত সময় দেওয়া হলেও ওই শিক্ষার্থী পরীক্ষা শেষ করতে পারেননি। তার রক্তচাপ বেড়ে যাওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে কাছের একটি হাসপাতালে পাঠানো হয় বলে জানান কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক মিতা শবনম জানান।

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে শনিবার। শনিবার এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১২টায়।

    চিকিৎসক মিতা শবনম বলেন, “তীব্র গরম আর দুঃশ্চিন্তা থেকে ছেলেটির এমন অবস্থা হতে পারে বলে ধারণা করছি। তার প্রেশার মেপে দেখেছি তা বাড়তি রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। শারীরিক অবস্থা খারাপ থাকায় দ্রুত তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

    ২০১১ নম্বর কক্ষে দায়িত্বরত একজন শিক্ষক বলেছেন, তিনি হঠাৎ করে খেয়াল করেন আলিফ প্রচুর ঘামছেন। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমকে ডাকেন তিনি। পরে স্কাউট সদস্যদের সহযোগিতায় তাকে মেডিকেল সেন্টারে পাঠানো হয়।

    ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, “আমার বিভাগে পরীক্ষারত একজন শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর শুনে সঙ্গে সঙ্গে তাকে আমার রুমে নিয়ে এসে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি।

    “পাশাপাশি যেহেতু ছেলেটি অসুস্থ হয়ে পড়েছিল, তাই একজন রোভার সদস্যকে ডেকে তার পরীক্ষা চলমান রাখি। কিন্তু সে সম্পূর্ণ পরীক্ষা শেষ করতে পারেনি।”

    আগামী ৩ মে মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে এবং ১০ মে বাণিজ্য বিভাগ অর্থাৎ ‘সি’ ইউনিটের পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষা এক ঘণ্টা এগিয়ে দুপুর ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…