এইমাত্র
  • স্বামীকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন স্ত্রী
  • ৮৫ যাত্রী নিয়ে সেনেগালের বোয়িং উড়োজাহাজ দুর্ঘটনার কবলে
  • কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিধ্বস্ত বিমান উদ্ধার
  • মধ্যরাতে ছেলেদের হলে ঢুকলেন ছাত্রলীগ নেত্রী
  • ইসরাইলকে যে হুমকি দিলেন বাইডেন
  • বড় ক্ষতি এড়াতে বিমানটিকে সরিয়ে নদীতে নিয়ে যান ২ পাইলট
  • ‘অনলাইন জুয়া-হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে’
  • সৌদি আরবকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বললেন রোনালদোর বোন
  • মালয়েশিয়ার পুলিশকে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি
  • সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
  • আজ শুক্রবার, ২৬ বৈশাখ, ১৪৩১ | ১০ মে, ২০২৪
    দেশজুড়ে

    গাজীপুরে তীব্র গরমে শরবত নিয়ে মানুষের পাশে টিম এস.আর.টি

    হাসিব খান, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম
    হাসিব খান, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

    গাজীপুরে তীব্র গরমে শরবত নিয়ে মানুষের পাশে টিম এস.আর.টি

    হাসিব খান, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

    বৈশাখের তাপদাহে পুড়ছে দেশ। শিল্পকারখানা অধ্যুষিত গাজীপুরে বিগত কয়েক দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শহরবাসীর মাঝে ভিটামিনযুক্ত শরবত নিয়ে হাজির স্বেচ্ছাসেবী সংগঠন টিম এসআরটি।

    শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি মাঠের পাশে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ শরবত খাওয়াচ্ছেন সংগঠনটির সদস্যরা। সেই সঙ্গে জানাচ্ছেন,যতদিন দাবদাহ থাকবে ততদিন এই উদ্যোগ অব্যাহত রাখবেন তারা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসআরটির ২৫ জন সদস্য এ কার্যক্রম পরিচালনা করেন।

    পথচারী সুমন জানান, গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবে কোথাও সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। যখন টিম এসআরটি পানি বিতরণ দেখলাম তখন তাদের কাছ থেকে পানি নিয়ে পান করলাম। কারণ তাদের সংগঠনের প্রতি আস্থা আছে। তারা ষ্টেশনে মানুষের উপকার করে।

    একই কথা বলেন রিকশাচালক মকবুল। তিনি জানান, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে পানি দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে। গরমটা বেশী পড়ে গেছে। এস আর টির এরিয়া কমান্ডেন্ট জাহিদ শেখ বলেন

    আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলা অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায় না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানির শরবত নিয়ে হাজির হয়েছি। আমাদের এ কাজে সহযোগিতা করেছেন এগ্রো মার্ট প্রতিষ্ঠান।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…